মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের রোরেইমা প্রদেশের রাজধানী বোয়া ভিসতাতে একটি জনাকীর্ণ কারাগারে গত রোববার ২৫ বন্দি নিহত হয়েছেন। দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে ওই ঘটনা ঘটে। ব্রাজিলের স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে জানানো হয়, ধারণক্ষমতা ৭৪০ হলেও বর্তমানে কারাগারটিতে ১৪০০ বন্দি রয়েছেন। কারাগারটি দুই ভাগে বিভক্ত ছিল। একশ্রেণির বন্দি অন্য শ্রেণিতে ঢুকে পড়ার পরই সংঘর্ষ বাঁধে। বন্দিরা ছুরি, লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন ভিজিটিং আওয়ার চলছিল। সংঘর্ষ শুরু হওয়ার পর মোট ১০০ দর্শনার্থীকে জিম্মি করা হয়। দর্শনার্থীদের উদ্ধারের মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।