Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম নগরী হচ্ছে স্মার্ট সিটি -মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটিতে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। গতকাল (শনিবার) নগরভবনের সম্মেলন কক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বিভাগীয় প্রধানদের সাথে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবুল মোমেনের নেতৃত্বে হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশ লি:-এর বাংলাদেশ এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট ইয়াং গুও বিং, একাউন্ট ডাইরেক্টর ডেরেক সান ও আইটি বিশেষজ্ঞ এম এ মোমিন খান এবং তথ্য ও প্রযুক্তিবিদ মনির হাসান সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময়কালে মেয়র একথা বলেন। এ সময় হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশ লি: এর প্রেসিডেন্ট চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটিতে রূপান্তরের বিষয়ে নানা তথ্য উপাত্ত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। তারা তাদের প্রযুক্তিতে এ কাজে মেয়রকে সহযোগিতার প্রস্তাব দেন। মেয়র তাদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন, প্রধান পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিম ও আইটি অফিসার ইকবাল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ