Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

আমরা প্রতিদিনই কালো দিবসের মুখোমুখি হচ্ছি -রুহুল আমিন গাজী

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

‘আমরা এখন প্রতিদিনই কালো দিবসের মুখোমুখি হচ্ছি। বর্তমান সরকার বিরোধী মত প্রকাশের কোন সুযোগ রাখেননি। আওয়ামী লীগ দেশে একদলীয় শাষণ ব্যবস্থা কায়েম করার জন্যই ১৯৭৫ সালে মাত্র চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলো। অপরদিকে শহীদ জিয়াউর রহমান সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন’। গতকাল শনিবার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ বলেন, দেশে এখন কালো দিবসের অভাব নেই। প্রতিনিয়তই সরকার সাংবাদিক হত্যা ও নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলা শাখার সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলা শাখার উপদেষ্টা মো: শোকরানা, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাড মোখলেছুর রহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গণেশ দাস। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডালেন সাংবাদিক ইউনিয়নের সদস্য সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাংবাদিক ইউনিয়নের সিনিয়ন সদস্য দৈনিক নয়া দিগন্তের বগুড়ার স্টাফরিপোর্টার আবুল কালাম আজাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবসের

১৮ ডিসেম্বর, ২০২১
১ মে, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ