পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর হাতিরঝিলে এম্ফি থিয়েটারে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবেশ নিয়ে দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ আহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, এম্ফি থিয়েটারের ধারণ ক্ষমতা দুই হাজার জন। তবে অনুষ্ঠান দেখতে প্রায় পাঁচ হাজার জন উপস্থিত হয়েছিল। এতে থিয়েটারের ভেতরে প্রবেশ করা নিয়ে সংঘর্ষ বাঁধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগিয়ে যায় পুলিশ। একপর্যায়ে দর্শকদের ছোড়া ইটের আঘাতে ওসি আব্দুর রশিদের মাথায় গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হাতিরঝিল থানার এসআই অনাথ মিত্র বলেন, প্রাথমিক চিকিৎসা নিয়ে ওসি আব্দুর রশিদ বাসায় বিশ্রামে রযেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এছাড়াও গতকাল বিকাল পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়েরও করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।