Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুধ কাঁচা তরকারি রাস্তায় ফেলে বিক্ষোভ ভারতে

দাবি-দাওয়া আদায়ে ১০ দিনের হরতাল শুরু করেছে ২২ রাজ্যের কৃষকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

রাস্তায় রাস্তায় দুধ আর কাঁচা তরকারি ফেলে ভারতজুড়ে শুরু হয়েছে কৃষকদের বিক্ষোভ। নিজেদের দাবি-দাওয়া আদায়ে ১০ দিনের হরতাল শুরু করেছেন ২৯ রাজ্যের অন্তত ২২টি রাজ্যের কৃষক। যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তে। এদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে কৃষকরা। কিছু এলাকায় সবজি ফেলে অবরোধ করা হয় রাস্তা। নাসিকে রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ করেন কৃষকরা। কয়েক বছর আগে দেয়া প্রতিশ্রুতি এখনও রক্ষা করেনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো। প্রতিশ্রুতি পূরণের দাবিতে হরতাল শুরু করেন কৃষকরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, হরতালের কর্মসূচি হিসেবে গ্রামীণ এলাকা থেকে শহরে সবজি ও অন্যান্য কৃষিপণ্য নিয়ে যেতে বাধা দেয়া হবে। কৃষকদের হরতালের জেরে জনমানবশূন্য হয়ে পড়েছে দেশের বহু কৃষিবাজার। কৃষকদের দাবি, দেশের সব কৃষিঋণ একসঙ্গে মওকুফ করতে হবে। সব ফসলের ক্ষেত্রে খরচের দেড় গুণ মুনাফার ব্যবস্থা করতে হবে সরকারকে। ছোট কৃষক ও ভূমিহীন কৃষকদের আয় নির্দিষ্ট করতে হবে। আন্দোলনের অংশ হিসাবে আগামী ৬ জুন মধ্যপ্রদেশের মন্দসৌরে গত বছর পুলিশের গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন কৃষক নেতারা। ঠিক বছরখানেক আগে এক কৃষক বিক্ষোভে নাড়িয়ে দিয়েছিল মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রকে। দুই রাজ্যে কৃষকদের জমে থাকা ক্ষোভ প্রকাশ পেয়েছিল রাজপথে। সেই বিক্ষোভ দমন করতে হিমশিম খেতে হয় দেবেন্দ্র ফড়ণবিশ, শিবরাজদের। ইকোনমিক্স টাইমস, গাল্ফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ