রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পুর্ব শত্রুতার জের ধরে তাড়াশ মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের ৩ দৃষ্টি প্রতিবন্ধীর পিতা আকবর হোসেনকে ডাকাতি মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ওই গ্রামের প্রভাবশালী আক্তার হোসেনের বিরুদ্ধে। মামলায় আসামি করা হয়েছে একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি পরিবারের ছোট ছেলে ফারুক হোসেনসহ ৮ জনকে।
হয়রানির শিকার আকবর হোসেন বলেন, তার চাচাত ভাই ফজল হোসেনের সঙ্গে আক্তার হোসেনের নারী ও শিশু নির্যাতন মামলা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত শুক্রবার পরিকল্পিতভাবে আক্তার হোসেন ও তার সহযোগীরা আরেক চাচাত ভাই নজরুল ইসলাম ও তার দৃষ্টি প্রতিবন্ধী সন্তান টুটুল আলীকে মারপিট করে গুরুতর আহত করে। এ নিয়ে থানায় মামলা হলে ২ জনকে আটক করে পুলিশ। ওই মামলা থেকে বাঁচতেই তাদের বিরুদ্ধে মিথ্যে ডাকাতি মামলা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, তার উপার্জনক্ষম একমাত্র সন্তানকে মামলায় আসামি করায় ৩ দৃষ্টি প্রতিবন্ধী সন্তান টুটুল আলী, আফরোজা খাতুন ও মাহফুজা খাতুনকে নিয়ে খেয়ে না খেয়ে তাদের দিন কাটছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, থানায় দায়েরকৃত মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।