Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে প্রতিবন্ধীর বিরুদ্ধে ডাকাতি মামলা

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

পুর্ব শত্রুতার জের ধরে তাড়াশ মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের ৩ দৃষ্টি প্রতিবন্ধীর পিতা আকবর হোসেনকে ডাকাতি মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ওই গ্রামের প্রভাবশালী আক্তার হোসেনের বিরুদ্ধে। মামলায় আসামি করা হয়েছে একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি পরিবারের ছোট ছেলে ফারুক হোসেনসহ ৮ জনকে।
হয়রানির শিকার আকবর হোসেন বলেন, তার চাচাত ভাই ফজল হোসেনের সঙ্গে আক্তার হোসেনের নারী ও শিশু নির্যাতন মামলা নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত শুক্রবার পরিকল্পিতভাবে আক্তার হোসেন ও তার সহযোগীরা আরেক চাচাত ভাই নজরুল ইসলাম ও তার দৃষ্টি প্রতিবন্ধী সন্তান টুটুল আলীকে মারপিট করে গুরুতর আহত করে। এ নিয়ে থানায় মামলা হলে ২ জনকে আটক করে পুলিশ। ওই মামলা থেকে বাঁচতেই তাদের বিরুদ্ধে মিথ্যে ডাকাতি মামলা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, তার উপার্জনক্ষম একমাত্র সন্তানকে মামলায় আসামি করায় ৩ দৃষ্টি প্রতিবন্ধী সন্তান টুটুল আলী, আফরোজা খাতুন ও মাহফুজা খাতুনকে নিয়ে খেয়ে না খেয়ে তাদের দিন কাটছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, থানায় দায়েরকৃত মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী

১৪ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ