Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নওগাঁয় ৮৩ হাজার টাকার জাল নোটসহ আটক ২

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

নওগাঁর বদলগাছী উপজেলার পালশা গ্রাম থেকে ৮৩ হাজার টাকার জাল নোটসহ সিদ্দিক মন্ডল ও হাসান আলী নামে ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শহরের ডিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। আটককৃতরা হলো, জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত-শহিদুল ইসলামের ছেলে হাসান আলী (৩১) এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত-ইউসুফ আলীর ছেলে সিদ্দিক মন্ডল (৩১)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার সকালের দিকে পালশা গ্রামে জাল টাকার লেনদেন চলছিল। এসময় ডিবি পুলিশ উপজেলার পালশা গ্রামের বাজার এলাকায় অভিযান চালালে হয়। এ সময় সিদ্দিক মন্ডল ও হাসান আলী নামের দুই ব্যক্তিকে উল্লেখিত টাকাগুলোসহ আটক করা হয়। তারা জানায়, টাকাগুলো বিভিন্ন যায়গায় বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিল তারা। সকালে ওই দুইজনকে আসামী করে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল নোট

৫ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ