বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলার প্রায় ৫২টি কোরবানীর পশুর হাটে জাল নোট দিয়ে কৃষকদের প্রতারণা বন্ধ করতে র্যাব ও জেলা পুলিশ জাল নোট পরীক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছেন। ফলে এবার জেলার পশুর হাটগুলোতে জাল নোটের ব্যবহার করে প্রতারিত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিবছরই জেলার বিভিন্ন পশুর হাটে জাল নোট দিয়ে গরু বিক্রেতাদের প্রতারিত করে আসছিল জাল নোট ব্যবসায়ীরা। আর এ জাল নোটের ব্যবহার বন্ধে এবার জেলা পুলিশ প্রতিটি হাটে জাল নোট পরীক্ষার মেশিন বসায়। র্যাবও তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন হাটবাজাড়ে তৎপড়তা চালিয়ে আসছে। ফ্রি পরীক্ষা করে দিচ্ছে বিভিন্ন নোটের। এতে সাধারণ মানুষও বেশ খুশি।
আজ ১০ আগষ্ট এ বিষয়ে র্যাব-১৪ এর জামালপুর-শেরপুর ক্যাম্পের এসপি তোফায়েল আহামেদ মিয়া জানান, তাদের তৎপড়তার কারণে এবার জাল নোটের ব্যবহার হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।