রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরার শালিখায় ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ড দিয়েছে দুই গাঁজা বিক্রেতাকে। বুধবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট সুমী মজুমদার এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলো, বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের মৃত আব্দুল কাদের বিশ্বাসের ছেলে এমদাদুল বিশ্বাস(২৩) ও শালিখা উপজেলা সদর আড়পাড়া গ্রামের বারিক শেখের ছেলে জিল্লু শেখ(৪০)।
জানা যায়, এমদাদুল বিশ্বাস ও জিল্লু শেখ দীর্ঘ দিন ধরে আড়পাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় গোপনে গাজা পরিবহন ও ক্রয় এবং বিক্রয় করে আসছিলো। এক পর্য়ায়ে উপজেলা নির্বাহি অফিসার গোপন সংবাদের ভিত্তিত্বে আড়পাড়া বাজারস্থ ডাকবাংলোতে গাঁজা সেবন এর সরঞ্জাম ও ২৫ গ্রাম গাঁজাসহ তাদেরকে হাতে নাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্যনিয়ন্ত্রন আইন ১৯৯০-৭ এর ক ধারা অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এসময় প্রশিসকিউশনের দায়িত্বে ছিলেন, শালিখা থানা এএসআই রবিউল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।