Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সার্বভৌমত্বের লঙ্ঘন বলেছে চীন

মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করায় দ. চীন সাগরে উত্তেজনা

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চীন নিয়ন্ত্রিত সমুদ্রসীমায় মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, উত্তেজনা ছড়িয়ে পড়েছে অঞ্চলটিতে। চীন এই বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ইউএসএস হিগিনস এবং ক্রুজার অ্যান্টাইট্যাম দক্ষিণ চীন সাগরে পারাসেল নামক একটি দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে গত রোববার ঢুকে পড়ে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আমেরিকান যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের সমুদ্র-সীমায় ঢুকে তাদের ‘সার্বভৌমত্ব’ ক্ষুণœ করেছে। তারা সপষ্টতই চীনকে ‘উস্কানি’ দিচ্ছে। প্যারাসেল দ্বীপটি নিজেদের বলে দাবি করে চীন। তবে, ভিয়েতনাম এবং তাইওয়ানও দ্বীপটির মালিকানা দাবি করে। চীন জানিয়েছে, মার্কিন যুদ্ধ জাহাজ দুটোকে দ্রæত চলে যেতে বলার জন্য যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিশ্চিত করেছে তাদের দুটো জাহাজ দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপের কাছে ঢুকে পড়ে। ১২ই মে স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকে দেখা যায় এই দ্বীপে চীন বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। তারপরই হাওয়াই দ্বীপের একটি যৌথ সামরিক মহড়া থেকে চীনকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ