Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন ও রাশিয়ার সঙ্গে বৈঠক করবে ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১০:৪৬ পিএম

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আগামী মাসে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সোমবার বেইজিংয়ের কর্মকর্তারা একথা জানান। এদিকে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর এসব দেশ তা বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে চীন, রাশিয়াসহ ইউরোপীয় কয়েকটি দেশ স্বাক্ষর করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর তা টিকিয়ে রাখতে চীন, রাশিয়া ও ইউরোপীয় শক্তিগুলো অনেক তৎপরতা চালাচ্ছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে ইরানী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি আরো জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভøভ্লাদিমির পুতিনও এ সম্মেলনে যোগ দেবেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ