বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে বন্ধুকে খুনের দায়ে অপর দুই বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় আরও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল (সোমবার) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলেন, আলী আজম (২৫) ও মোহাম্মদ আলম (২৪)। নাইমুল ইসলাম রাকিব ও মোহাম্মদ নাছের নামে দুজন খালাস পেয়েছেন।
অতিরিক্ত জেলা পিপি দেলোয়ার হোসেন জানান, খুনের শিকার আকতার হোসেন ও আসামিরা পরস্পর বন্ধু। তার অটোরিকশাটি আত্মসাৎ করতে তাকে হত্যা করে লাশ গুম করা হয়। ঘটনাটি ঘটে ২০১২ সালের ৪ সেপ্টেম্বর। এই ঘটনায় আকতারের ভাই মোহাম্মদ রফিক বাদী হয়ে একই বছরের ১৫ সেপ্টেম্বর হাটহাজারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।