Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিজ বাসায় ব্যাংক কর্মকর্তা খুন

বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর ধোপপুলে গতকাল (রোববার) এক ব্যাংক কর্মকর্তাকে নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত সজল নন্দী (৪৮) রূপালী ব্যাংকের সল্টগোলা শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামে। সজল নন্দী বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এবং সঙ্গীত শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। বেলা ১১টায় তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি (বন্দর) আরেফিন জুয়েল জানান, সজলের চাকরিজীবী স্ত্রী রুমা দে সকালে কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান। বাসায় তখন সজল ছাড়া আর কেউ ছিলেন না। সকাল ৯টার দিকে ওই বাসায় চেঁচামেচি শুনতে পান অন্য ভাড়াটিয়ারা। পারিবারিক ঝগড়া ভেবে কেউ বিষয়টিতে গুরুত্ব দেননি।
পরে প্রতিবেশীরা দরজা খোলা বাসার ভেতরে সজলের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। সজল অফিসে যাবার জন্য তৈরী হচ্ছিলেন। এর মধ্যে ওই বাসায় কারা ঢুকেছিল সেটা আমরা তদন্তকরে দেখছি। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারও সঙ্গে বিরোধ ছিল কি না সেটাও আমরা খতিয়ে দেখছি। বন্দর থানার এসআই আবু হানিফ জানান, ওই ব্যক্তির গলা কাটার চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তিনি অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার সময় খুনিরা বাসায় হানা দেয়। পরে তাকে খুন করে লাশ ফেলে যায়।
এদিকে নগরীতে সত্তরোর্ধ্ব বৃদ্ধা মনজু সেনকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- আব্বাস ও রুবেল। শনিবার রাতে মহানগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, শনিবার নগরীর সদরঘাট থানার কর্ণফুলী নদীর তীরবর্তী মেরিন ড্রাইভ এলাকা থেকে মনজু সেনের (৭৭) লাশ পাওয়া যায়। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে দুইজন ওই মহিলাকে হত্যা করে কানের দুল, আংটি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।
পুলিশ জানায়, ফিরিঙ্গী বাজার শিব বাড়ি এলাকার বাসিন্দা মনজু শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। ওই সময় মেরিন ড্রাইভে একটি পরিত্যক্ত ঘরে মনজুকে টেনে নিয়ে যায় আব্বাস ও রুবেল। ওই সময় তার কাছে থাকা কানের দুল, আংটি ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার জন্য গলা টিপে ধরলে মনজু মারা যায়। পরে লাশটি ঘর থেকে বের করে নদীর সংযোগ খালের পাশে জঙ্গলে ফেলে দেয় তারা। গ্রেফতার দুইজনই মাদকসেবী। মাদকের জন্য টাকা জোগাড় করতে তারা হত্যাকান্ড ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় বলে দাবি পুলিশের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ