Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমানে ঘূর্ণিঝড় মেকুনুর আঘাতে নিহত ৯

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৮, ১২:০০ এএম

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সোকোত্রা দ্বীপে আঘাত হানার একদিন পর ওমানের দক্ষিণাঞ্চলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মেকুনু। ভয়াবহ এ ঝড়ে দুই দেশ মিলিয়ে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ওমানে নিহত দুইজনের মধ্যে ১২ বছর বয়সী এক বালিকা অছে বলে জানিয়েছে বিবিসি। ঝড়ো বাতাস মেয়েটিকে উড়িয়ে নিয়ে একটি দেয়ালে আছড়ে ফেললে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রয়েল ওমান পুলিশ পরে ঘূর্ণিঝড়ে আরও এক ব্যক্তির নিহত হওয়ার খবর দেয়, জানিয়েছে খালিজ টাইমস। মেকুনুর আঘাতে দোফার ও আল-উয়াস্তা প্রদেশের বিশাল এলাকাজুড়ে বন্যা দেখা দিয়েছে, পানির নিচে তলিয়ে গেছে ডজনের ওপর গাড়ি। ঘূর্ণিঝড়ে তিনজন আহত হয়েছে বলেও পুলিশের বরাত দিয়ে জানিয়েছে। শুক্রবার মেকুনু প্রবল পরাক্রমশালী রূপ ধারণ করলেও পরের দিকে এটি দুর্বল হয়ে পড়ে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ