Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার গোলান মালভূমির স্বীকৃতি আদায়ে সোচ্চার ইসরাইল

ট্রাম্পের ঘোষণা হবে ইরানের জন্য আরও একটি বেদনাদায়ক জবাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে স্বীকৃতি আদায়ের পর এবার দখলকৃত সিরিয়ার গোলান মালভূমিরও স্বীকৃতি আদায়ে সোচ্চার হয়ে উঠেছে ইসরাইল। শুধু তাই নয়, ১৯৬৭ সালে দখলকৃত গোলানকে নিজেদের ভূখন্ড হিসেবে স্বীকৃতি দিতে ট্রাম্প প্রাশাসনের ওপর রীতিমত চাপও তৈরি শুরু করেছে ইসরাইল। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা স্বীকার করেছেন ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইসরাইল কাটজ। সাক্ষাৎকারে ইসরাইল কাট্জ বলেন, গোলান মালভূমির ইস্যুটি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে এজেন্ডার প্রথমে রয়েছে। যুক্তরাষ্ট্র দখলকৃত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিলে তা হবে ইরানের জন্য একটি সতর্কবার্তা। একইসঙ্গে এটি ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী তৎপরতায় নতুন মাত্রাও যোগ করবে। তিনি বলেন, গোলান মালভূমি বিষয়ে পদ্ক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়। সেখানে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন স্বীকৃতি সম্বলিত বিবৃতি হবে ইরানের জন্য আরও একটি বেদনাদায়ক জবাব। ইসরাইলের গোয়েন্দামন্ত্রী বলেন, চলতি বছর আরও কয়েক মাস পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। খবরে বলা হয়, শিগগিরই বা আগামী কয়েক মাসের মধ্যেই এ ব্যাপারে ওয়াশিংটনের আনুষ্ঠানিক স্বীকৃতি আসতে পারে বলে নিশ্চিত করেছেন কাটজ। গত ৫১ বছর ধরেই যুক্তরাষ্ট্র-ইসরাইলের দ্বিপাক্ষিক আলোচনায় গোলান স্বীকৃতির বিষয়টি প্রধান ইস্যু হিসেবে ঘুরপাক খাচ্ছে বলে জানান এই মন্ত্রী। ১২০০ বর্গফুটের গোলান মালভূমি সিরিয়া ও ইসরাইল দুই দেশের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালে আরবদের সাথে ছয় দিনের যুদ্ধে অঞ্চলটি দখল করে নেয় ইসরাইল। পরে ১৯৮১ সালে এসে এটিকে তারা নিজেদের ভূখন্ড বলে ঘোষণা করে। সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপন করা হয়। কিন্তু আন্তর্জাতিক সমপ্রদায় কখনও তেল আবিবের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। ২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো দখলকৃত গোলান মালভূমিতে ইসরাইলি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির যে এলাকা দখল করে নিয়েছিল; তা আর কখনও ফেরত দেওয়া হবে না। এ পদক্ষেপকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি ও চলতি মাসে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের ধারাবাহিকতা হিসেবেই দেখা হবে বলে ধারণা পর্যবেক্ষকদের। ইসরাইল ও সিরিয়ার মধ্যে অবস্থিত গোলান মালভূমির আয়তন প্রায় ৪৬০ বর্গমাইল। জেরুজালেম পোস্ট, রয়টার্স, বিবিসি।



 

Show all comments
  • কে.আই সরকার ২৬ মে, ২০১৮, ২:৫১ এএম says : 0
    বেশি বাড়া ভালো নয়
    Total Reply(0) Reply
  • Maudud Ahmad ২৬ মে, ২০১৮, ৫:০২ পিএম says : 0
    ট্রাম্প পুরো মধ্যপ্রাচ্যই ইসরাইলকে দিয়ে দিবে
    Total Reply(0) Reply
  • Kamal Pasha ২৬ মে, ২০১৮, ৫:০২ পিএম says : 0
    মানবতার শত্রু রাষ্ট্র আমেরিকা, ইসরাইল ও তার মিত্ররা নিপাত যাক ধ্বংস হউক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ