Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় বিভিন্ন ভাতা এবং ত্রাণের টিন বিতরণ

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম

বানারীপাড়ায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা, অসচ্ছল প্রতিন্ধি ভাতা এবং গরীব দুঃস্থদের মাঝে ত্রানের ঢেউটিন বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিতরন করেন । সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরে সমাজ সেবা অধিদফতরের মাধ্যমে ৪৩৭ জনকে বয়স্ক ভাতা, ২১৮ জনকে বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং ৭৯ জন অসচ্ছল প্রতিবন্ধিকে ভাতা প্রদান করা হয়। এছাড়া উপজেলা ত্রান ও পুনর্বাসন দফতরের মাধ্যমে ৭৫ জনকে এক বান্ডিল করে ঢেউটিন বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমেদ কিসলু, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড, ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সাইফুল ইসলাম শান্ত, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. জাহান কবির, পিআইও অয়ন সাহা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ