Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায়ের পথ দেখাতে পারলে বিশ্বাসযোগ্যতা থাকবে না পরমাণুধারীদের : এরদোগান

বিশ্বকে হুমকি দিচ্ছে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ‘বিশ্বকে হুমকি’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের আনুমানিক সংখ্যা উল্লেখ করে এরদোগান বলেন, ‘বিশ্বব্যাপী ১৫ হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র বর্তমানে বিশ্বের জন্য হুমকি তৈরি করছে।’ উল্লেখ্য, এসব অস্ত্রের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে রয়েছে। তিনি আরো বলেন, ‘কেন পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ইরানকে হুমকি দিচ্ছে? যদি আমরা ন্যায়পরায়ণ হতে পারি, ন্যায়ের পথ দেখাতে পারি, তবে আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে পরমাণু অস্ত্রধারী দেশগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না।’ এরদোগান বলেন, ইসরাইলের সুস্পষ্ট রেফারেন্সে মধ্যপ্রাচ্যের সব পারমাণবিক অস্ত্র ধ্বংসের চেষ্টা চলছে। উদ্দেশ্য এই অঞ্চলে ইসরাইলেকে একমাত্র পারমাণবিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। ২০১৫ সালের ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের জন্য তিনি ট্রাম্পেরও সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এবং ছয়টি প্রধান শক্তির মধ্যে সম্পাদিত চুক্তি থেকে ১০ দিন আগে তার দেশকে প্রত্যাহার করে নেয়। এই চুক্তির মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরান তার পরমাণু কার্যক্রমকে সীমিত রাখতে সম্মত হয়েছিল। ট্রাম্প এই নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার নির্দেশ দিয়েছেন। এর আগে ইউরোপের প্রবাসী তুর্কি নাগরিকদের প্রতি আহŸান জানিয়ে এরদোগান বলেন, ‘আপনাদের দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। যারা আমার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের সমর্থন করা উচিৎ হবে না। আমাদের মধ্যে (প্রতিদ্ব›দ্বী প্রার্থী) একটি ছোট্ট পার্থক্য করা উচিৎ হবে না, কারণ এটি বৃহত্তর লক্ষ্যের দিকে হাঁটার একটি বড় বাধা।’ বসনিয়ার রাজধানী সারাজেভোতে ‘ইউরোপীয়ান তুর্কি ডেমোক্রেটস ইউনিয়ন’ এর (ইউইটিডি) ষষ্ঠ সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এই আহŸান জানান। রয়টার্স।



 

Show all comments
  • কাওসার আহমেদ ২৩ মে, ২০১৮, ২:৪৩ এএম says : 0
    মুসলীম বিশ্বে এরকম আরো কয়েকজন নেতা দরকার ছিলো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরদোগান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ