পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতের মধ্য প্রদেশের সাতনা জেলায় গরু জবাইয়ের সন্দেহে রিয়াজ (৪৫) নামের একজন মুসলিমকে পিটিয়ে হত্যা এবং কয়েকজন মুসলিমকে হিন্দুরা আহত করার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এক বিবৃতিতে পীর সাহেব বলেন, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচয় দিলেও সেখানে মুসলমানদের উপর নানা কারণে জুলুম-নির্যাতন এবং হত্যা করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত করেছে। ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারী ভারত সরকার উগ্র হিন্দু সন্ত্রাসীদের দিয়ে মুসলমানদের উপর নির্যাতন করেই যাচ্ছে। গরু জবাই ও গরুর গোস্ত খাওয়া ইসলাম ধর্মে হালাল। কিন্তু হিন্দু সন্ত্রাসীরা গরু জবাইয়ের অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। ভারতে মুসলিম হত্যা বন্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান ভারতবান্ধব সরকারের কাছে দাবি জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, ভারতকে মুসলিম হত্যার কৈফিয়ত করতে হবে। অন্যথায় ভারতের সাথে সকল প্রকার পণ্য বর্জন এবং কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।