Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চয়নের হ্যাটট্রিকে মেরিনার্সের নয়ে ৯

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

হ্যাটট্রিক আর গোলবন্যায় ভাসছে এবারের গ্রীণ ডেল্টা প্রিয়িার হকি লিগ। গতকাল মামুনুর রহমান চয়নের হ্যাটট্রিকে ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে মেরিনার ইয়াংস। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৯-০ গোলে জিতে অলিভার কার্টসের দল।
ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় মেরিনার্স। ওয়ান্ডরার্সের গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ নিয়ে মইনুল ইসলাম কৌশিক সহজে লক্ষ্যভেদ করেন। দুই মিনিট পর ফিল্ড গোল ব্যবধান দ্বিগুণ করেন মহসিন আহমেদ। দুই গোল হজমের পর ওয়ান্ডারার্স খেই হারিয়ে ফেলে। ২০তম মিনিটে হাসিন আরমান রুপ ও ৩২তম মিনিটে প্রতিআক্রমণ থেকে মাহবুব হোসেনের ফিল্ড গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেরিনার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে পুস্কর ক্ষীসা মিমোর ফিল্ড গোলের পর পেনাল্টি কর্নার থেকে গোলের খাতা খুলে চয়ন। ৬০ ও ৬৩তম মিনিটের পিসি থেকে হ্যাটট্রিক পূরণ করেন এই ডিফেন্ডার। শেষ দিকে ব্যবধান আরও বাড়ান হাসান যুবায়ের নিলয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ