মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ট্রেভর অ্যাঙ্গেলসন-মেগান মার্কলে-প্রিন্স হ্যারি- এই তিনটি নামের মধ্যে একটা যোগ সূত্র হচ্ছে, ট্রেভর ও প্রিন্স হ্যারি দুজনেই মেগানের স্বামী। তবে একজন সাবেক, আরেকজন বর্তমান। একজন সিনেমার প্রযোজক, আরেকজন রাজপুত্র। দুজনের সঙ্গেই চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেছেন মেগান। কিন্তু ট্রেভরের সঙ্গে তার সংসার জীবনের চেয়ে প্রেমের সম্পর্কই দীর্ঘ ছিল। ট্রেভরের সঙ্গে অভিনেত্রী মেগানের ঘনিষ্ঠতার শুরু ২০০৪ সালে; সাত বছর প্রেমের পর ২০১১ সালে তারা ঘর বাঁধেন। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এর তিন বছর বাদে নিজের থেকে ৩ বছরের ছোট ব্রিটিশ যুবরাজ হ্যারির সঙ্গে সম্পর্কে জড়ান ৩৬ বছর বয়সী মেগান; যার পরিণতিতে তারা বিয়ের করেছেন শনিবার। হ্যারি-মেগান জুটি বাঁধার পর একটি টিভি শো তৈরিতে হাত দেন ট্রেভর অ্যাঙ্গেলসন। তাতে একটি চরিত্র উপস্থাপন করেন ট্রেভর অ্যাঙ্গেলসন, যিনি সন্তানের কর্তৃত্ব পেতে চাইছেন তার ডিভোর্সি স্ত্রীর কাছ থেকে। তার স্ত্রী আমেরিকা থেকে ব্রিটেন যাচ্ছেন এক যুবরাজকে বিয়ে করতে। তবে বাস্তব জীবনে মেগান-অ্যাঙ্গেলসনের কোনো সন্তান না থাকলেও এটি অ্যাঙ্গেলসনের নিজের জীবনের গল্প বলে সবাই মনে করছেন। তবে অ্যাঙ্গেলসন তা অস্বীকার করেছেন। আর এ থেকেই ধারণা করা হচ্ছে সন্তান জন্মদান নিয়ে ট্রেভর-মেগানের মধ্যে কোনও দ্বদ্ব থেকেই বিচ্ছেদ ঘটে থাকতে পারে। মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।