Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছর আগেই বিচ্ছেদ হয় মাহি-অপুর!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২১, ৩:৩২ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি রোববার দিবাগত রাতে সামাজিকমাধ্যমে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন। সেই খবর নিশ্চিতও করেছিলেন সংবাদকর্মীদের। তবে কী কারণে আর কবে বিচ্ছেদ হয়েছে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে, তা নিয়ে মুখ খোলেননি গতকাল। আজ (সোমবার) মাহি জানালেন প্রায় দুই বছর আগেই তাদের বিচ্ছেদ হয়।

আজ (সোমবার) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘প্রায় দুই বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। পরিবার ছাড়া বিষয়টি কেউ জানত না। হঠাৎ করেই সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে না থাকলেও দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরেছি, আড্ডা দিয়েছি। সেসব ছবি সামাজিক মাধ্যমেও এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমার জন্য অপুকে অস্বস্তিতে পড়তে হয়। তাই মনে হয়েছে বিষয়টি সবার জানা উচিত। অপু আমাকে খুব ভালোবাসে। এজন্যই তিনি চেয়েছিল এটি প্রকাশ না করার জন্য। সে ভেবেছিল, হয়তো একটা সময় সব ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল, বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানো উচিত।’

রবিবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে স্ট্যাটাস দেন মাহি। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মাহি-অপুর সংসার ভাঙনের গুঞ্জন উঠেছিল। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি। এবার আর কোনও গুঞ্জন নয়। দুজনের পথ সরে গেছে দুদিকে।

প্রসঙ্গত, সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৫ মে বিয়ে হয় মাহিয়া মাহির। আগামীকাল হতে যাচ্ছিল তাদের পঞ্চম বিবাহবার্ষিকী। এর ঠিক তার দুদিনে আগে তাদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে এলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই বছর আগেই বিচ্ছেদ হয় মাহি-অপুর!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ