Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাস পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে | প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ৭:৪৭ পিএম

ক্লাস পরীক্ষায় ফেল করায় বকুনির ভয়ে ও লজ্জায় মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে অষ্টম শ্রেণির এক ছাত্র। রোববার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াসিন আশিক (১৫) পৌর এলাকার মজিদপুর মহল্লার আজাব হোসেনের ছেলে। সে ল্যাবরেটরী স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের বরাত দিয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, স্কুল ছাত্র ইয়াসিন অষ্টম শ্রেণির ক্লাস (প্রথম সাময়িক) পরীক্ষায় ৮টি সাবজেক্টে ফেল করেছে। লজ্জা ও শিক্ষকদের বকুনির ভয়ে সে আর স্কুলে যায়নি। এদিকে স্কুলের শিক্ষকরা পরীক্ষায় ফেলের বিষয়টি পরিবারকে জানিয়ে রোববার ইয়াসিনকে নিয়ে বাবা-মাকে স্কুলে আসতে বলে শিক্ষকরা। একথা শুনার পর লজ্জা ও বাবা-মায়ের বকুনির ভয়ে মায়ের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ