Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে শাশুড়িকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ৩:১০ পিএম

মৌলভীবাজার সদর উপজেলায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি।
নিহতের নাম রোকেয়া বেগম (৫৫)। ঘটনার পর জামাতা আলী হোসেন পলাতক রয়েছেন। শনিবার গভীর রাতে পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম সদর উপজেলার চাঁনীঘাট ইউনিয়নের মাথারকাপন গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী।
তিনি দীর্ঘদিন ধরে মেয়ে নার্গিস আক্তার ও জামাতা আলী হোসেনের সঙ্গে শ্যামলী আবাসিক এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
নিহত রোকেয়ার ছেলে হোসেন আহমদ বলেন, পারিবারিক কলহের জের ধরে রাতে আলী হোসেন মাকে দা ও শাবল দিয়ে কুপিয়ে জখম করেন। পরে বাসার অন্য সদস্যরা মাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) হারুন-উর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ