Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার মিরপুরে ধ্বংস করা হলো ১২শ’ মণ আম

র‌্যাবের মোবাইল কোর্টের অভিযান

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রির জন্য বাজারে আনা আরও ১২শ’ মণ আম ধ্বংস করেছে র‌্যাব। গতকাল শনিবার মিরপুর-১ নম্বরের বেড়িবাঁধ ফলের আড়তে ভেজালবিরোধী মোবাইল কোর্টের অভিযানে কাঁচা আম কৃত্রিম উপায়ে পাকানোর দায়ে ৬ জন আম বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম এতে নেতৃত্ব দেন। গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী ফলের আড়তে এক হাজার মণ পাকা আম এবং ৪০ মণ খেজুর ধ্বংস করা হয়। ওই অভিযানের পর যাত্রাবাড়ী ফলের আড়তে পাকা আম বিক্রি বন্ধ হয়ে গেছে। এর আগে কাওরানবাজার আড়তেও একইভাবে ৪শ’ মণ আম ধ্বংস করা হয়।
ব্যবসায়ীরা জানান, এখন বাজারে পাকা হিসাবে যেসব আম বিক্রি হচ্ছে তার বেশিরভাগই যশোর ও সাতক্ষীরা অঞ্চলের। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম জানান, রমজানকে সামনে রেখে সরকারের বেঁধে দেয়ার সময়ের আগেই কাঁচা আম ইথোফেন নামক হরমোন ব্যবহার করে কৃত্রিম উপায়ে পাকানো হচ্ছে। মৌসুমের প্রথমে এগুলো চড়া দামে বিক্রি হয়। প্রকৃতপক্ষে এগুলো পাকা আম নয়, দেখতে পাকা মনে হলেও এগুলোর ভিতরের অংশ কাঁচা। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, মিরপুর-১ এর ১০টি ফলের আড়ত থেকে জব্দ করা আম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় দিয়াবাড়ী বালুরমাঠে ধ্বংস করা হয়।
জানা গেছে, প্রতি বছর পাকা আম বাজারজাত করার দিন তারিখ নির্ধারণ করে দেয়া হয়। গত ৯ মে রাজশাহী জেলা প্রশাসনের এক বৈঠকে জানানো হয়, গাছে পাকলেই গুটি আম পাড়তে পারবেন চাষিরা। ২০ মের আগে গাছ থেকে পাড়া যাবে না গোপালভোগ জাতের আম। ১ জুনের আগে পাড়া যাবে না হিমসাগর, খিরসাপাত ও লক্ষণভোগ জাতের আম। আর ল্যাংড়া পাড়া যাবে জুনের ৬ তারিখ থেকে। আম রুপালি ও ফজলি ১৬ জুন এবং আশ্বিনা জাতের আম ১ জুলাইয়ের আগে পাড়া যাবে না। এই নিয়ম না মেনে অধিক মুনাফার আশায় আগেভাগেই ব্যবসায়ীরা কাঁচা আম পেড়ে পাইকারদের কাছে বিক্রি করছে। আর পাইকারী ব্যবসায়ীরা সেই কাঁচা আমে ইথোফেন ব্যবহার করে সেগুলো পাকা আম বলে চড়া দামে বিক্রি করছে। মোবাইল কোর্টের অভিযানে অংশ নেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর সাইফুদ্দিন ও বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা শরীফ হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আম

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ