Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের নামে জাতির সাথে আবারো তামাশা করা হল -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ৬:৩৯ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বিগত নির্বাচনগুলোর মত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও সীমাহীন ভোট ডাকাতি, জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মত ঘটনা ঘটিয়ে নির্বাচনের নামে সরকার জাতির সাথে আবারো তামাশা করেছে। তিনি বলেন, খুলনা সিটি নির্বাচন নিয়ে জাতি আশা করেছিল সরকার একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিয়ে জাতিকে অচলাবস্থা থেকে বের করে আনবে। কিন্তু যা ঘটলো তাতে রাজনৈতিক সহিংসতা বাড়বে ছাড়া কমবে না। তিনি বলেন, ইসলামী আন্দোলনের এজেন্টসহ বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নির্বাচনের মাজা ভেঙ্গে দেওয়া হয়েছে। নির্বাচনের আগের রাত থেকে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য সর্বত্র বহিরাগত ও দলীয় ক্যাডাররা মহড়া দিতে থাকে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায়।
পীর সাহেব বলেন. যারা এভাবে ভোট ডাকাতি করে, তারাই জনগণের সম্পদক ডাকাতি করে। স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত এসবই দেখেছে দেশবাসি।



 

Show all comments
  • ১৬ মে, ২০১৮, ১:২২ পিএম says : 0
    Are you go any vote center ? How can talk like this ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ