Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ৪:০৮ পিএম

নেত্রকোনার দূর্গাপুরে মোটর সাইকেল চালক রিপনকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবনসহ প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামীদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হলেন, পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের পুত্র রুবেল মিয়া (২২) ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন দূর্গাপুর উপজেলার কাকড়াকান্দা গ্রামের নুরুল হকের পুত্র (পলাতক) আশরাফুল (২৩) ও তফাজ্জল হোসেনের পুত্র (পলাতক) মনির হোসেন (২৫)। একই মামলায় অপর তিন আসামী শামীম, রুহুল আমীন (পলাতক) ও আল আমিনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, উল্লেখিত আসামীরা বিগত ২০১১ সালের ১৪ জুন দূর্গাপুর উপজেলার শিবগঞ্জ থেকে মোটর সাইকেল ভাড়া করে বিজয়পুর পাহাড়ে নিয়ে চালক রিপনকে হত্যা করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ২০ জুন রিপনের লাশ উদ্ধারের পর নিহতের বাবা পূর্বধলা উপজেলার ফাজিলপুর গ্রামের আহমেদ আলী বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে ঐদিনই দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর ৬ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিন জনের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সুভাষ বনিক অজয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ