Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদি ভারতে রামরাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন অনুধাবন করতে পারবেন

উত্তর প্রদেশের বিজেপি এমপি সুরেন্দ্র সিংয়ের প্রত্যাশা

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হিন্দু পুরাণের দেবতা রামচন্দ্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে পুনর্জন্ম নিয়েছেন বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের এক বিজেপি এমপি। শিগগিরই অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে মোদি ভারতে রামরাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন অনুধাবন করতে পারবেন বলেও প্রত্যাশা সুরেন্দ্র সিংয়ের। শুক্রবার রাতে বালিয়াতে সাংবাদিকদের কাছে সুরেন্দ্র বিজেপি সভাপতি অমিত শাহকে রামের ভাই লক্ষণ এবং চাণক্যের সংমিশ্রণ আখ্যা দিয়েছেন বলেও জানিয়েছে এনডিটিভি। চাণক্য মৌর্য সাম্রাজ্যের কিংবদন্তি শাসক চন্দ্রগুপ্তের উপদেষ্টা ছিলেন। “কি কাকতাল, সঙ্গে দেখুন ব্রহ্মচারী হনুমান হিসেবে যোগীজিও (আদিত্যনাথ) চলে এসেছেন। রাম, লক্ষণ ও হনুমানের এই দল ভারতে রামরাজ্যের স্বপ্ন অনুধাবন করতে পারবেন এবং জাতীয় রাজনীতিতে এই রামরাজ্য আসন গাড়বে,” বলেন বালিয়ার এ বিতর্কিত বিধায়ক। সুরেন্দ্র এবারই প্রথম ভারতের বর্তমান রাজনীতিকে হিন্দু পুরাণের সঙ্গে তুলনা দেননি। গত মাসে তিনি পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে রাবণের বোন ‘সুর্পনখা’ হিসেবেও অ্যাখ্যায়িত করেন। মমতার রাজ্য ধীরে ধীরে জম্মু ও কাশ্মিরে পরিণত হতে পারে বলেও সতর্ক করেছিলেন এ বিজেপি এমপি। গত রোববারও সুরেন্দ্র বলেন, ২০১৯ সালে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে ‘ধর্ম যুদ্ধ’, যেখানে ‘কৌরব ও পাÐবদের মধ্যে সংস্কৃতির যুদ্ধ হবে’। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ