Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএএফ’র সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা সমাপ্ত

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৮ বনানীস্থ নৌ সদর সুইমিং কমপেক্সে শেষ হয়েছে। প্রতিযোগিতায় বিএএফ ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দল ৭টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধু দল ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার্স-আপ হয়েছে। বিএএফ ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দলের কর্পোরাল জাফর আহমেদ প্রতিযোগিতার সেরা সাঁতারু বিবেচিত হয়েছেন।
অপরদিকে ওয়াটার পোলো প্রতিযোগিতায় বিএএফ ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দল বিএএফ ঘাঁটি বাশার দলকে ৭-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিএএফ ঘাঁটি বাশার দলের সার্জেন্ট রাকিব ওয়াটার পোলো প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় বিবেচিত হয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঁতার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ