Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত গ্রামে সাতজনের লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ৯:১৪ পিএম

অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অসমিংটন এলাকা থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডাওসন বলেছেন, ‘গ্রামের একটি ভবনের বাইরে থেকে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির লাশ এবং ভবনের ভেতর থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।’ এ ঘটনায় জননিরাপত্তার জন্য কোনো হুমকি নেই বলে জানিয়েছেন তিনি। ডাওসন বলেন, ‘লাশের পরিচয় জানানোর মতো পরিস্থিতিতে আমি নেই।’ তিনি বলেন, প্রাণহানি দুর্ভাগ্যজনক কিন্তু চার শিশু ও তিন প্রাপ্তবয়স্কের এই প্রাণহানি একটি উল্লেখযোগ্য দুর্ভাগ্যজনক ঘটনা।’ পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনা ব্যাপক আকারে তদন্ত করা হবে এবং হত্যার শিকার ওই ব্যক্তিদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ