Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চীনে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০১৮, ৮:৫৯ পিএম

চীনা কমিউনিস্ট পার্টির সাবেক এক কর্মকর্তাকে ঘুষ জালিয়াতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ২ কোটি ৬৭ লাখ ডলারেরও বেশি পরিমাণ ঘুষ গ্রহণের ঘটনায় দোষী সাব্যস্ত করে চীনের সাবেক এ শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে এ দণ্ড ঘোষণা করা হয়। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাকড়াও করার ঘটনায় সর্বশেষ সংযোজন সুন। সমালোচকদের অভিযোগ, শি-এর এ অভিযান যতোটা না দুর্নীতিবিরোধী তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী নির্মূলের অভিযান এটি। ৫৪ বছর বয়সী সুন ঝেং চাই হলেন সাবেক পলিটব্যুরো সদস্য। চংকিং শহরের সাবেক দলীয় প্রধানও তিনি। একসময় সুনকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হতো। ঘুষ গ্রহণের দায়ে গত এপ্রিলে তাকে অভিযুক্ত করা হয়। সিনহুয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ