Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীরে অধ্যাপকসহ ৫ স্বাধীনতাকামী নিহত

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকসহ পাঁচ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। রোববার সকালে রাজ্যের সোপিয়ান জেলার এ ঘটনায় নিহতরা কাশ্মীরের স্বাধীনতাকামী হিজবুল মুজাহিদিনের সদস্য বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিনের নিহত সাবেক শীর্ষ নেতা বুরহান ওয়ানির ঘনিষ্ঠ এক শীর্ষ কমান্ডার রয়েছেন বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাফি ভাট মাত্র কয়েক বছর আগে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিলেন। রাফি ভাট শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ভাটকে আত্মসমর্পণে রাজি করাতে পুলিশ তার বাবা-মাকে গানডারবাল জেলা থেকে সোপিয়ানে নিয়ে এসেছিল, কিন্তু ভাট আত্মসমর্পণে রাজি হননি। এক সংবাদ সম্মেলনে পুলিশের কর্মকর্তা শৈলেন্দ্র মিশ্র বলেছেন, তাদের আত্মসমর্পণের আহŸান জানিয়েছিলাম আমরা, কিন্তু গুলিবর্ষণ অব্যাহত রাখে তারা। নিরাপত্তা বাহিনী যখন অভিযান শুরু করে তখন অধ্যাপক ভাট হিজবুল কমান্ডার সাদ্দাম পাদ্দারের সঙ্গে বৈঠক করছিলেন বলে জানা গেছে। গোপন সূত্রে খবর পেয়ে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) ও সেনাবাহিনী বাদিগাম গ্রামে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেলে। এনডিটিভি।



 

Show all comments
  • Ali Akbar ৭ মে, ২০১৮, ১:০৭ পিএম says : 0
    ............র জুলুমের বিচার হবেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ