মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের হাওড়ার একটি ক্লাবে হাফপ্যান্ট পরায় মেয়েদের টেবিল টেনিস প্রশিক্ষণকেন্দ্র বন্ধ করে দিয়েছেন ওই ক্লাবের মহিলা সদস্যরা। বাজে শিবপুর রোডের ওই ক্লাবে টেবিল টেনিসের প্রশিক্ষণ চলাকালীন ১০-১৫ জন মহিলা জোর করে ক্লাবে ঢুকে প্রশিক্ষণ বন্ধ করে দেন। ক্লাবটির প্রবীণ সদস্য দীপক মুখোপাধ্যায় বলেন, বুধবার বিকালে হঠাৎ করেই ক্লাবে ঢুকে তারা বলেন, ক্লাবের মধ্যে মেয়েরা অশ্লীলভাবে হাফপ্যান্ট ও টি-শার্ট পরে প্রশিক্ষণ নিচ্ছেন। এটি চলবে না। বিক্ষোভকারী মহিলারা টেবিল টেনিস বোর্ড ঘিরে রাখা কাপড়ের ফেন্সিং খুলে দেন। বালক-বালিকাদের সামনেই অশ্লীল মন্তব্য করতে থাকেন তারা। এ ঘটনায় হতচকিত হয়ে পড়েন ওই প্রশিক্ষণকেন্দ্রে সন্তানদের সঙ্গে আসা অভিভাবকরা। তাদের আচরণে শেষ পর্যন্ত বাধ্য হয়েই অভিভাবকরা ছেলেমেয়েদের নিয়ে ফিরে যান। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।