নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : রান পাহাড়ের মাচ মানেই চেন্নাই সুপার কিংসের বিজয়োল্লাস। এর আগেও সেটির সাক্ষি হয়েছিলো কোলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে লিগ পর্বের প্রথম দেখাতে ২০২ রান করেই মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে জয়ের মুখ দেখা হয়নি দীনেশ কার্তিকের দলের। নিজেদের মাঠে এক বল হাতে রেখে ৫ উইকেটের রোমাঞ্চ জেতে চেন্নাই। লিগ ঘুরে ঘরের মাঠে সেই দলটিকে পেয়েই প্রতিশোধ নিয়ে নিল কেকেআর। গতকাল দিনের একমাত্র ম্যাচে ১৪ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ১৭৮ রানের জবাবটা ব্যাট হাতে ১৮০ তুলেই দিয়েছে কোলকাতা।
টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায় কোলকাতা। ২টি করে উইকেট নেয়া পিয়ুষ চাউলা, সুনিল নারিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের লাগাম হাতছাড়া হতে দেয়নি কোলকাতা, ৫ উইকেটে ১৭৭ রানেই আটকে দেয় সফরকারীদের। ওয়াটসন ৩৬, ডু প্লেসি ২৭, রায়না ৩১, রাইডু ২১ ও ধোনি খেলেন অপরাজিত ৪৩ রানের ইনিংস। জবাবে শুরুটা নড়বড়ে হলেও নারিনের (৩২) ব্যাটে লড়াইয়ে ফেরা কোলকাতাকে সুবমান গিলকে (৫৭*) নিয়ে জয়ের বন্দরে ভেড়ান অধিনায়ক কার্তিক (৪৫*)। একটি করে উইকেট নেন এনগিড়ি, আসিফ, জাদেজা ও হারভাজন। ব্যাটে-বলে দুর্দান্ত সুনিল নারিনের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
৯ ম্যাচে ৩ হারের পরও চেন্নাইয়ের অবস্থান দুইয়ে, সমান ম্যাচে ৫ জয় নিয়ে তিনে উঠে এসেছে কোলকাতা। টেবিলের শীর্ষে যথারীতি ৮ ম্যাচে ৬ জয় পাওয়া সকিবের সানরাইজার্স হায়দরাবাদ, সমান ম্যাচে ২ জয় নিয়ে সবার নীচে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।