Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুয়ানতানামো’র কয়েদিকে হস্তান্তর করছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৮, ৭:০৯ পিএম

কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে এক কয়েদিকে সউদী আরবের কাছে হস্তান্তর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সউদী আদালতে ওই কয়েদির ১৩ বছরের সাজা হয়েছে। ওই শাস্তি কার্যকর করার লক্ষ্যেই তাকে সউদী আরব নেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা এ খবর জানিয়েছে। য্ক্তুরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০০২ সালে ফরাসি তেলের ট্যাঙ্কারে হামলার পরিকল্পনায় সহায়তার অভিযোগে ৪৩ বছর বয়সী আহমেদ মোহাম্মেদ আহমেদ হাজা আল দারবি নামে একজনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি শাস্তির বিরুদ্ধে আপিল করেননি। বিবৃতিতে বলা হয়, সংবিধিবদ্ধ প্রয়োজনীয়তার কারণে প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে এই ব্যক্তিকে হস্তান্তরের বিষয়টি অবহিত করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর প্রতিজ্ঞা মোতাবেক এই হস্তান্তর সংবিধানের মর্যাদা রক্ষা করবে। মিডলইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ