মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি, মুসলিম পণ্ডিত ইউসুফ আল কারজাভি ও অবসরপ্রাপ্ত ফুটবল খেলোয়াড় মোহাম্মদ আবু তারিকাকে ফের পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছেন দেশটির আদালত।
আল ওয়াকাহ আল মিসরিয়া সংবাদপত্র সোমবার এ তথ্য জানিয়েছে।
এ সময়ে গত বছরের ১২ জানুয়ারি থেকে যারা কালো তালিকাভুক্ত হয়ে আছেন, তাদের সম্পদ জব্দেরও নির্দেশ দেন আদালত।
নতুন এক মামলায় তদন্তের পর আদালত তাদের আরও পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদের মধ্যে রয়েছেন, সাবেক প্রেসিডেন্ট মুরসির উপদেষ্টা পাকিনাম আল শারাওকি ও ব্যবসায়ী সাফওয়ান থাবেত, ব্রাদারহুডের পরামর্শক মোহাম্মদ বাদি, দলটির কর্মকর্তা খায়রত আল শাতের ও তার সন্তানসহ আরও অনেকে এ কালো তালিকাভুক্তের মধ্যে রয়েছেন।
তাদের কালো তালিকাভুক্ত করে সম্পদ জব্দের পক্ষে রায় দিয়েছেন মিসরের আদালত।
ব্রাদারহুড ও তাদের কর্মীদের অর্থের ওপর নির্ভর করেই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন আদালত।
এসব ব্যক্তি অস্ত্র ক্রয়, ব্রাদারহুড সদস্যদের প্রশিক্ষণ ও তাদের সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত করতে অর্থ সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।