Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ মে, ২০১৮, ৯:২৬ এএম

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে সরকার নগ্ন হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সারাদেশে সকল রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনগুলো ১লা মে দিবস পালন করছে। তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশের আয়োজন করে। কিন্তু দুঃখের বিষয় সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনীর সদস্যরা সমাবেশ পণ্ড করার জন্য মিটিং চলাকালীন সময়ে সমাবেশে নগ্ন হামলা চালায়। পুলিশের কড়া বাধা উপেক্ষা করে আমরা সমাবেশ সফল করেছি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির সামনে অনুষ্ঠিত শ্রমিকদলের মে দিবসের সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সাবেক সংসদ শাহজাহান চৌধুরী আরো বলেন, উখিয়ায় ১০ লক্ষাধিক রোহিঙ্গার মাঝে এখানকার স্থানীয় শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে।

তিনি এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং অতি উৎসাহী হয়ে এমন কোন কাজ করবেন না যা ভবিষ্যতে সুফল বয়ে আনবেনা।

উখিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শফি সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক বিএ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী প্রমুখ।



 

Show all comments
  • মামুন ২ মে, ২০১৮, ৩:০৭ পিএম says : 0
    এগিয়ে যাও.............
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ

২৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ