মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে একই দিনে পৃথক দু’টি হামলায় ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এএফপির নামী একজন চিত্র সাংবাদিকও রয়েছেন। গতকাল শুধু রাজধানী কাবুলেই আত্মঘাতী বিস্ফোরণে একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৯ সাংবাদিক। অপর সাংবাদিকের মৃত্যু হয়েছে গুলিতে, খোস্ত শহরে। তিনি আফগানিস্তানে বিবিসির প্রতিনিধি ছিলেন।
নিঃসন্দেহে আফগান সাংবাদিকদের জন্য প্রাণঘাতী একটি দিন ছিল গতকাল। ২০০১ সালের পর আফগানিস্তানে সাংবাদিকদের ওপর এত বড় আঘাত আর আসেনি।
গতকাল সোমবার সকালে বিস্ফোরণের খবর কভার করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন সাংবাদিকরা। যে বিস্ফোরণে ৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে, আহতদের মধ্যে আরো দু’জনের মৃত্যু হয়। সেই খবর সংগ্রহ করার মুহূর্তে সচেতনভাবেই সাংবাদিকদের লক্ষ্য করে দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।