Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজিনার বাসায় তারকাদের মিলনমেলা

রোজিনার বাসায় তারকাদের মিলনমেলা | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনার বাসায় বসেছিল চলচ্চিত্র তারকাদের মিলনমেলা। গত ২০ এপ্রিল রোজিনার জন্মদিন ছিল। ঐ দিন কোনো আয়োজন না থাকলেও গত রোববার সিনেমার তারকারা গিয়েছিলেন তার বাসায়। তার বাসায় উপস্থিত হন ফারুক, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, আমিন খান, মিশা সওদাগর, রিয়াজ, নিপুণ, জায়েদ খান, পপি, সম্রাট, সাইমন সাদিক, ইমনসহ অনেকে। চিত্রনায়কা সাইমন সাদিক বলেন, রোজিনা ম্যাডামের নিমন্ত্রণে তার বাসায় গিয়েছিলাম আমরা সবাই। বেশ জমজমাট আড্ডা হয়েছে। ভীষণ ভালো সময় কাটিয়েছি। পুরনো সহকর্মী ও নতুন প্রজন্মের তারকাদের কাছে পেয়ে রোজিনা খুবই আনন্দিত। তিনি বলেন, ব্যস্ততার কারণে এখন কারো সাথে তেমন একটা দেখা-সাক্ষাৎ হয় না। অনেক দিন ধরেই চিন্তা করছিলাম আমার সহকর্মীদের সাথে একটা সন্ধ্যা কাটাব। আমার আমন্ত্রণ সবাই গ্রহণ করে বাসায় এসেছেন। তাদের সাথে চমৎকার সময় কাটিয়েছি। অতীতের অনেক স্মৃতিচারণ হয়েছে। আমরা প্রত্যেকেই নস্টালজিক হয়ে উঠেছি। সহকর্মীদের ধন্যবাদ তারা আমার আমন্ত্রণ গ্রহণ করে সময় দিয়েছেন। উল্লেখ্য, ১৯৭৬ সালে জানোয়ার সিনেমায় সহনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পান রোজিনা। পরবর্তীতে এফ কবীর চৌধুরী পরিচালিত রাজমহল সিনেমার মাধ্যমে মূল নায়িকা হিসেবে অভিষিক্ত হন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। গø্যামার আর অভিনয় নৈপুণ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। ১৯৮০ সালে কসাই সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ১৯৮৮ সালে জীবনধারা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।



 

Show all comments
  • অমিত কুমার ১ মে, ২০১৮, ৫:৩৭ এএম says : 0
    এত প্রোগ্রাম না করে কিছু ছবি বানান
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজিনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ