প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানৌত এই প্রথমবারের মত মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটবেন।
গ্রে গুজ পানীয় ব্র্যান্ডের চলচ্চিত্র উদ্যোগ ‘ভিভা লে সিনেমা’র প্রতিনিধি হয়ে তিনি এবারে উৎসবে যোগ দিতে যাচ্ছেন।
কঙ্গনা এক ভাষ্যে বলেছেন : “কান-এর মত প্লাটফর্মে ভারতীয় চলচ্চিত্রের স্বীকৃতি এবং প্রশংসা সরাসরি দেখতে পাওয়া এক অভিভূতকারী অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন, “গ্রে গুজ এই বছরের কান উৎসবে এক অভূতপূর্ব এবং বিস্ময়কর প্ল্যাটফর্ম উপস্থাপন করছে যা ধারনা বদলে দেবে। আমি বিলাসের এই আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এর জন্মস্থানেই এই কার্যক্রমে অংশ নিতে পারছি বলে রোমাঞ্চিত বোধ করছি।”
ভারতে ব্র্যান্ডটির প্রধান অংশুমান গোয়েঙ্কা জানান, তিনি মনে করেন তাদের ব্র্যান্ডের চলচ্চিত্র উদ্যোগ আর বাণিজ্যিক চলচ্চিত্রের বাইরেও কঙ্গনা প্রতিনিধিত্ব করতে সক্ষম।
৭১তম কান চলচ্চিত্র উৎসব মে মাসের ৮ তারিখ শুরু হয়ে ১৯ তারিখে শেষ হবে।
এই বছর বিতর্কিত উর্দু সাহিত্যিক সাদত হাসান মান্টোর জীবনী নিয়ে নন্দিতা দাশের ‘মান্টো’ উৎসবের উঁ সার্তাঁ রগা অংশে প্রদর্শিত হবে। ইনামুলহক অভিনীত ‘নাক্কাশ’ প্রদর্শিত হবে ফিল্ম গালায়। কান ক্রিটিক্স সপ্তাহে দেখানো হবে তিলোত্তমা শোম অভিনীত ‘স্যর’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।