প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গেলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গত রবিবার রতে তারা উৎসবে যোগ দিতে ফ্রান্সে গিয়েছেন। যাওয়ার আগে অনন্ত বলেন, আমাদেরকে মার্চে দু ফিল্ম থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। শুধু আর্টিস্ট হিসেবে নয়, প্রডিউসার হিসেবেও আমাদেরকে উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এটা আমাদের দেশের চলচ্চিত্রের জন্য গৌরবের বিষয়। এর আগেও আমি ও বর্ষা আমাদের সিনেমা নিয়ে কান উৎসবে গিয়েছিলাম। সেখানে সিনেমাটি প্রদর্শিত হয়েছিল। এবার আমরা দিন-দ্য ডে এবং নেত্রী-দ্য লিডার সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। অনন্ত বলেন, আমি মনে করি, কান ফেস্টিভ্যালে আমাদের শিল্পী ও নির্মাতাদের নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে দেশের চলচ্চিত্রের পরিচিতি ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যত বেশি এ ধরনের বিশ্বমানের উৎসবে অংশগ্রহণ করতে পারব, তত বেশি উপকৃত হব। আমরাও যে আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে পারি, এটাও প্রমাণ করতে পারব। অনন্ত বলেন, আমি যে কয়টি সিনেমা নির্মাণ করেছি, সেগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। আমি দেখাতে চেয়েছি, আমরাও আন্তর্জাতিক অঙ্গণ থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আমার দিন দ্য ডে সিনেমাটি যখন বিশ্বব্যাপী মুক্তি দেয়া হবে, তখন তারা আরও বুঝতে পারবে আমাদের চলচ্চিত্র তাদের সিনেমা থেকে কোনো অংশে কম নয়। আমার দৃঢ় বিশ্বাস, দিন দ্য ডে আন্তর্জাতিক অঙ্গণে চলচ্চিত্রের মূল স্রোতধারার সাথে শামিল হবে। উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজিত দিন দ্য ডে সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।