Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীর নাছিরের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের হাটহাজারীর মীরের খিলের বাড়ি থেকে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ভিজিল্যান্স টিম বৃহস্পতিবার এ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। কেজিডিসিএলের উপ মহা-ব্যবস্থাপক ও ভিজিল্যান্স টিমের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি সাংবাদিকদের বলেন, বলেন, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নামে চারটি চুলার অনুমোদন আছে। কিন্তু ওই বাড়িতে পাঁচটি চুলা জ্বালানো হচ্ছে। আরও চারটি চুলার লাইন তৈরি করা ছিল। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেজিডিসিএল সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রামে চলতি মাসে এক হাজার ১৭৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ১৫৭টি চুলা অবৈধ ছিল। এ ছাড়া ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ১টি সংযোগ ছিল অবৈধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ

১৩ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ