Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঠিকই হারালো কিরগিজস্তানকে। গতকাল বিকালে মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ চারের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হারায় কিরগিজদের। এর আগে একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে তুর্কমেনিস্তান সহজেই ৩-০ সেটে নেপালকে হারিয়ে ফাইনালে উঠে। বাংলাদেশ-কিরগিজস্তান ম্যাচটি পাঁচ সেটে গড়ায়। প্রথম সেটে কিরগিজরা ২৫-১৫ পয়েন্টে জয় পেলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে বাংলাদেশ যথাক্রমে ২৫-২০ ও ২৫-১৯ পয়েন্টে জয় তুলে নেয়। তবে চতুর্থ সেটে কিরগিজস্তান ২৫-১৩ পয়েন্টে জয় পেলে হতাশা ছড়ায় বাংলাদেশ শিবিরে। কিন্তু তাদের এই হতাশাকে দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে জয় আসে। ম্যাচের পঞ্চম সেটে বাংলাদেশ ১৫-১৩ পয়েন্টে কিরগিজদের হারিয়ে শেষ হাসি হাসে। আজ পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে অংশ নিবে উজবেকিস্তান ও মালদ্বীপ। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। আগামীকাল বিকাল ৩টায় বাংলাদেশ-তুর্কমেনিস্তান ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে সকাল সাড়ে ১০টায় তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলবে নেপাল ও কিরগিজস্তান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনালে

১৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ