Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমে উঠেছে সেরি আ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইতালির শহর নাপোলস জুড়েই চলছে উৎসব। উপলক্ষ্যটাও একেবারে ছোট নয়। সেরি আ লিডার জুভেন্টাসকে হারিয়ে দিয়েছে তারা। লিগে যা যোগ করেছে নতুন মাত্রা। এখন তারা শীর্ষস্থান ধারীদের নিঃশ্বাস দূরত্বে। জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের শেষ সময়ে কালিদু কলিবালির দুর্দান্ত হেডে ১-০ গোলের নাটকীয় জয় নিশ্চিত করে নাপোলি।
ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে তিনটিরই শিরোপা নির্ধারণ হয়ে গেছে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। ৫ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্টের অপেক্ষায় আছে বার্সেলোনা। সেরি আ লিগেও একই পথে হাটছিল রেকর্ড টানা ষষ্ঠবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু নাপোলির কাছে সাদা-কালোদের এই পরাজয় লিগকে করে তুলেছে আরো রঙিন। দুইয়ে থাকা নাপোলির সঙ্গে এখন জুভাদের পয়েন্ট ব্যবধান মাত্র এক। বাকি আছে ৪ ম্যাচ।
ম্যাচের এদিন আধিপত্য ছিল সফরকারি নাপোলির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমে উঠেছে

২৪ এপ্রিল, ২০১৮
১২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ