Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘি ও সান্তাহারে জমে উঠেছে ঈদবাজার

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার আদমদীঘি ও সান্তাহার শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রোমজানের প্রথম সপ্তাহে দোকানে তেমন কোন বেঁচাকেনা না হলেও রোমজানের দ্বিতীয় সপ্তাহ থেকে জমেউঠেছে ঈদের কেনাকাটা। ঈদকে সামনে রেখে শহরের মার্কেট বিপনী বিতানগুলো আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।
সকাল থেকে অর্ধেক রাত পর্যন্ত ক্রেতারা শহরের সদর পথ সোনার বাংলা মার্কেট সোহাগ র্মাকেট মতি মার্কেট উপহার মার্কেটসহ শহরের সবগুলো মার্কেটগুলোতে ক্রেতারা কেনাকাটা করছে। ফলে শহরের প্রায় সব মার্কেটগুরোতে ক্রেতাদের উপচেপড়া ভির দেখা যায়। বিশেষ করে মার্কেটগুলোতে নারী ক্রেতাদের সংখ্যা বেশী লক্ষ্য করা গেছে। এবারের ঈদে ছেলেদের খান্দনী মুকুট মসলিম ও কালেকশান পাঞ্জাবি ছোট বাচ্চাদের বাহুবলি ২কাটাপ্পা, কোটিসেট মেয়েদের দেশি বিদেশি থ্রীপীচ ঢকার মীরপুরী জামদানী টাঙ্গাইলের বালুচুরি সাউথ কাতান রেশমস্লিক, আরংঙ্গ শাড়ী বেশি বিক্রি হচ্ছে বলে স্থানীয় দোকানীরা জানান। শহরের সদর পথের তালুকদার বস্ত্রালয়ের মালিক কবির হোসেনের সাথে কথা বললে তিনি বলেন গত বছরের চেয়ে এবার বেচাঁকেনা কিছুটা বেশি মনেহচ্ছে, তবে আরো কয়েকদিন বাঁকী রয়েছে আরোও কয়েক দিন পারহলে ভাল মন্দ বলা সম্ভব হবে। স্বজল মার্কেটের গোলাম মোস্তফা, সোনার বাংলা মার্কেটের নিজাম দেওয়ান বলেন বেচাঁকেনার গতি বেশ ভালো যেভাবে চলছে এভাবে চললে গত বছরের চেয়ে এবার ব্যাবসা ভালো হবে। স্বজল মার্কেটে কেনাকাট নিয়ে কথা হয় সান্তাহার পৌর এলাকার কৃষক শাজাহান ও তার স্ত্রী ববিতার সাথে মজিদ ও তার স্ত্রী বলেন বাবা-মা ছেলে মেয়েসহ পরিবারের সাবার জন্য কেনাকাটা করছি। এবার কোন সমস্যা হচ্ছেনা কারন এবার ধানের মূল্য বেশি গত বছর ৬ শো টাকায় ধান বিক্রি করেছিলাম এবার সাড়ে ৯ শো টাকা দরে বিক্রি করেছি এজন্য এবার ঈদের কেনাকাটা বেশ ভালোই হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমে উঠেছে

১২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ