Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ামুখী লাউড স্পিকার বন্ধ করল দ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

লাউড স্পিকারের মাধ্যমে উত্তর কোরিয়াকে লক্ষ্য করে প্রচারণা চালানো বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামী সপ্তাহে দুই দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে বৈঠককে সামনে রেখে দক্ষিণ কোরিয়ার সীমান্তে বসানো এসব লাউড স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় কয়েক ডজন লাউড স্পিকার বসানো আছে। এসব লাউড স্পিকার দিয়ে পপ মিউজিক থেকে শুরু করে উত্তর কোরিয়ার সমালোচনামূলক খবর প্রচার করা হয়। এসব প্রচারণা উত্তর কোরিয়ার সীমান্তে থাকা সেনারা ছাড়াও ওই এলাকার বেসামরিক নাগরিকেরা শুনতে পান বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়াও একই রকমের লাউড স্পিকার ব্যবহার করে থাকে। তারা মূলত সিউল ও তাদের মিত্রদের সমালোচনা করা রিপোর্ট প্রচার করে। তবে দক্ষিণ কোরিয়া বন্ধ করে দিলেও উত্তর তা বন্ধ করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের এই পদক্ষেপের লক্ষ্য হলো উত্তর ও দক্ষিণের মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ আলোচনার মনোভাব তৈরি করা। সূত্র : বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ. কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ