Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে পার্লামেন্ট নির্বাচন ১২ মে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইরাকে ১২ মে পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। ভোটাররা ভোটের মাধ্যমে ৩২৯ পার্লামেন্ট সদস্য নির্বাচিত করবেন। নির্বাচিত এই পার্লামেন্ট সদস্যরা একটি সরকার গঠন করবেন এবং একজন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বেছে নিবেন। ইরাকে ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের আগ্রাসনের পর এই নিয়ে দেশটিতে চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে প্রায় ২ কোটি ৪৫ লাখ নিবন্ধিত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশটির লোকসংখ্যা ৩ কোটি ৫০ লাখ। ১৮টি প্রদেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশব্যাপী ৮ হাজার ১৪৮টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিতে পারবেন। ইলেক্ট্রোনিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইরাকী কর্তৃপক্ষ জানায়, প্রায় ১ কোটি ১০ লাখ বায়োমেট্রিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ