Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী ইরাক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ২:৫৭ পিএম

ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ গতকাল (সোমবার) রাজধানী বাগদাদে বলেছেন, ইরাক চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্বারোপ করে এবং চীনের ঐতিহ্যবাহী মৈত্রী সুসংহত, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা গভীরতর করে ইরাক-চীন সম্পর্কোন্নয়নে ইচ্ছুক ইরাক।

একই দিন ইরাকে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছুই উই শি’র সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট রশিদ এসব কথা বলেন। চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের সফল আয়োজনে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট রশিদ বলেন, তিনি বিশ্বাস করেন, চীনা জনগণ নিঃসন্দেহে আরও উজ্জ্বল সাফল্য অর্জন করবে।

বৈঠকে ছুই উই শি চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের অবস্থা, এর গুরুত্বপূর্ণ অর্থ ও সুগভীর প্রভাব তুলে ধরেন।

তিনি বলেন, চীন ও ইরাক শ্রেষ্ঠ বন্ধু ও ভালো অংশীদার। চীন ইরাকের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দিয়ে থাকে এবং ইরাকের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ বিনিময় বাড়াতে, উন্নয়নের কৌশলের সংযোগ জোরালো করতে এবং যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ ও চীন ও ইরাকের কৌশলগত অংশীদারি সম্পর্কের উন্নয়নে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন। সূত্র: সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ