Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধনবাড়ীতে মানববন্ধন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন জাতের বীজ আলুর দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে মধুপুর ও ধনবাড়ী জোনের বিএডিসির চুক্তিবদ্ধ বøক লিডার ও কৃষকরা। গতকাল রবিবার দুপুরে উপজেলার বলদি আটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন মালতী হিমাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বøক লিডার স্বপন কুমার ঘোষ, ইয়াসিন আরাফাত বাবু ও শাহ্ শামছুদূহা তাপন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার নির্ধারিত প্রতি কেজি বীজ আলুর মূল্য ‘এ’ গ্রেড ১৮টাক ও ‘বি’ গ্রেড ১৭ টাকা পরিবর্তে ‘এ’ গ্রেড ২৪ টাকা ও ‘বি’ গ্রেড ২৩ টাকা দাম বৃদ্ধি করতে হবে। আমাদের দাবী পুরণ না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ