Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই কোরিয়ার মধ্যে হটলাইন চালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ‘হটলাইন’ চালু করেছে দুই কোরিয়া। এই হটলাইনের এক প্রান্তে আছে সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কার্যালয়। আর অপর প্রান্তে রয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কার্যালয়। নতুন চালু হওয়া হটলাইন ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ৪ মিনিট ১৯ সেকেন্ড কথাও বলেছেন দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবরে বলা হয়, আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সরকার প্রধানের বৈঠকে বসার কথা রয়েছে। সে বৈঠক সামনে রেখে দু’দেশের যোগাযোগ আরো সহজসাধ্য করতে হটলাইন চালু করা হলো। দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা ইয়োন কুন ইয়োং বলেন, মাত্রই দুই কোরিয়ার নেতাদের মধ্যে ঐতিহাসিক ‘হটলাইন’ চালু করা হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ