মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তিয়াজ প্রদেশে যাত্রীবাহী একটি গাড়িতে হামলা চালানো হয়েছিল। এতে গাড়িটির ২০ যাত্রীর সবাই নিহত হন।
ছয়টি লাশ শনাক্ত করা গেছে, বাকিদের শরীর এমনভাবে ঝলসে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
সউদী জোটের এক মুখপাত্র বলেন, তারা এই ঘটনার তদন্ত করবেন। এ সংক্রান্ত প্রতিবেদন তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
এর বাইরে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
ইরান সমর্থিত হুতি সম্প্রদায়কে হটাতে ২০১৫ সালে সউদী নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে।
তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
দেশটির রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবারে হুতি বিদ্রোহীরা এক নারীসহ দুইজনকে হত্যা ও চারজনকে আহত করেছে। ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘ জানায়, এছাড়াও ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। দেশটি এখন দুর্ভিক্ষের কিনারে গিয়ে ঠেকেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।